ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় চাঁদপুর শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।

চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ৩শ’ টাকার ফি ১২শ’ টাকা নেওয়ার সত্যতা পায়। এরপর শহরের বিভিন্ন ফার্মেসিতেও অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল। অভিযানের সময় আনসার ব্যাটালিয়নের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী পরিচালক নূর হোসেন রুবেল বলেন, ডেঙ্গু টেস্ট এনএস ওয়ান, আইজিজি ও আইজিএম পরীক্ষার সরকারি ফি ৩শ’ টাকা। সিবিসি পরীক্ষার ফি ৪শ’ টাকা কিন্তু নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের লোকজন রোগীদের কাছ থেকে টেস্টের জন্য ৭শ’ থেকে ১২শ’ টাকা করে ফি নিচ্ছে। এ জন্য তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আরও বলেন, শহরের ছায়াবাণী এলাকায় বিভিন্ন ফার্মেসি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *