মেহেদী হাসান শুভ চাঁদপুর প্রতিনিধি
একজন ভোক্তা এক স্বর্ণব্যবসায়ী থেকে ৯৭০০০/- পরিমাণের ২২ ক্যারেট স্বর্ণ ক্রয় করেন। পরবর্তীতে ক্রেতা হলমার্ক করে দেখতে পেলেন তা ১৬ ক্যারেটের ছিল। এতে ক্রেতা স্পষ্টভাবে প্রতারিত হলে বিক্রেতার সাথে বারংবার যোগাযোগ করেও কোন সমাধান পান নি।

পরবর্তীতে ক্রেতা ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে সরাসরি লিখিত অভিযোগ দাখিল করেন। আজ (১৪ জুন) সে অভিযোগের শুনানি গ্রহণ করা হয়। এতে ক্রেতা জনাব ইউসুফ মিয়াকে মা জুয়েলার্সের মালিক পক্ষ পুরো টাকা ৯৭,০০০/- ফেরত দেয় এবং স্বর্ণ ফেরত নেন। ক্রেতার সাথে প্রতারণা করায় মা জুয়েলার্সকে ৫০০০/- জরিমানা আরোপ করা হয়েছে। অভিযোগকারীকে জরিমানার ২৫% ১২৫০/- প্রদান করা হয়।

বিঃদ্রঃ জরিমানা কম হবে না বেশি হবে সেটা শুনানিতে উভয়পক্ষের কথা শুনে নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *