মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে দুটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সিকদার পাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার মো. হাসান ও আবদুল কাদের।

ক্ষতিগ্রস্ত আমেনা বেগম বলেন, বাড়িতে আমরা দুইজন ছিলাম। ভোরে ফজরের নামাজ পড়তে ওঠে দেখি বাড়ির একটি কক্ষে আগুন লেগেছে। ওই রুমে ফ্রিজসহ যাবতীয় মূল্যবান জিনিসসহ মুহুর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন যথাসময়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

লোহাগাড়া ফায়ার স্টেশন অফিসার মো. রুবেল আলম বলেন, চুনতিতে ভোরে বসতবাড়িতে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে ঘটনার খবর পেয়ে পরিদর্শন করেছেন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন জনু কোম্পানী। উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর-সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার। এসময় তারা ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *