কৌশলে খাঁচায় আটকিয়ে ধারালো দা দিয়ে জীবন্ত কুকুরের পা কেটে দেয়ার মত এক অমানবিক ঘটনা ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাম মজুমদারপাড়ায়।

এ নৃশংস ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়েছে। এমন দুটি পা কাটা পোষা কুকুরকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। এছাড়াও তারা অনেকগুলো কুকুরের পা কেটে জীবন্ত মাটিচাপা দিয়েছে। পোষা কুকুরের মালিক রিয়াদ হাসনাত এ ঘটনায় থানায় একটি অভিযোগও দাখিল করেছেন।

পোষা কুকুরের মালিক একই ইউনিয়নের মইদার কুয়া গ্রামের কলেজ ছাত্র রিয়াদ হাসনাত ও অ্যানিমেল রেসকিউয়ার্স এর ভলান্টিয়ার মোঃ আবদুল কাইয়ুম প্রিন্স জানান, গত ৩ মার্চ তার শখের কুকুরটির সামনের একটি পা কাটা দেখে সে হতবিহ্বল হয়ে পড়েন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, পাশের গ্রাম বাম মজুমদারপাড়ার কামরুল মজুমদার, রুমন মজুমদার ও আহসান মিয়া খাঁচায় আটকিয়ে কুকুরটির এক পা বের করে ধারালো দা দিয়ে কেটে দেন।

এছাড়াও এ ঘটনার ভিডিও চিত্র মুঠোফানে ধারণ করে তাদের নিজের ফেসবুকেও আপলোড করেন। এভাবে তারা কুকুরের পা গুলো কেটে জীবন্ত মাটি চাপা দিত। ভাগ্যক্রমে আমার পোষা কুকুরটি সহ দুটি কুকুর পালিয়ে আসে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, এভাবে গত এক সপ্তাহ যাবত তারা ৮/১০টি কুকুরের পা কেটে দেয়।
অ্যানিমেল রেসকিউয়ার্স এর ভলান্টিয়ার মোঃ আবদুল কাইয়ুম প্রিন্স জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দৃশ্য দেখে ঘটনাস্থলে গিয়ে আহত কুকুরগুলোকে উদ্ধার করে ঢাকায় এনে চিকিৎসা দেয়া হচ্ছে।

বারিধারায় বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিকের বাসায় তার মেয়ে অ্যানিমেল রেসকিউয়ার্স এর ভলান্টিয়ার টিয়া চৌধুরীর তত্ত্বাবধানে কুকুরগুলোকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ মুঠোফোনে বলেন, এ কুকুর কয়দিন আগে দুটি ছাগলকে কামড়ে গুরুতর আহত করেছিল। কুকুরের পা কাটার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *