মোঃ রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ন্যায্যমূল্যের টিসিটির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পন্য কিনতে ক্রেতাদের ভির বাড়ছে। সোমবার (২১ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে টিসিবির পণ্য বিক্রিকালে টিসিবির ট্রাকসেলের সামনে ক্রেতাদের প্রচন্ড ভীর দেখা গেছে।
বাড়তি পণ্যমূল্যের বাজারে কমে টিসিবির পণ্য কিনতে পেরে খুশি অধিকাংশ মানুষ। তবে চাহিদার তুলনায় পণ্য অপ্রতুল থাকায় অনেকেই খালি হাতে বাড়ি ফিরতে হয়।
কবির রায় বলেন, বাজারে নিত্যপন্যদাম অনেক বেশি। এখানে কিছুটা কম দামে কেনা যাচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে পন্য কিনতে পেরে এখন ভালো লাগছে।
আরেক ক্রেতা নিকেশ বৈদ্য জানান, দুপুর ১২টার দিকে এসে দেখতে পাই ন্যায্যমূল্যের মালামাল বিক্রি শেষ হয়ে গেছে। এখন খালি হাতেই ফিরে যাচ্ছি।
জানা যায়, সারাদেশের ন্যায় গত ১৬ জুন থেকে জগন্নাথপুর উপজেলায় টিসিবির পন্য বিক্রি শুরু হয়। এর মধ্যেই জগন্নাথপুর উপজেলা সদর, মিরপুর ও রানীগঞ্জ বাজারে সরকারি সংস্থা টিসিবির পন্য ক্রয়ে ক্রেতাদের ভীর দেখা গেছে।
টিসিবির ডিলার ধনেশ রায় বলেন, গতকাল উপজেলা সদরে তিন শতাধিক মানুষের নিকট টিসিবির মালামাল বিক্রয় করা হয়েছে। জনপ্রতি এক কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মুসরী ডাল ৫৫, চার লিটার সোয়াবিল তৈল ৪০০ টাকা দরে এক প্যাকেট সিটিবির পণ্য বিক্রয় করা হয়েছে।
তিনি জানান, এবার প্রথম ধাপে টিবিসির মালামাল বরাদ্দ পাওয়া গেছে এক হাজার লিটার সোয়াবিন তৈল, মুসরী ডাল ৪০০ কেজি ও চেনি ৪০০ কেজি।
গতকাল কিছু চিনি ছাড়া অন্যসব পন্য বিক্রি হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *