মোঃ রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির সিনিয়র দলিল লেখক প্রয়াত আব্দুল মতিনের স্মরণে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর সাবরেজিস্ট্রার অফিস ও উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে রোববার দুপুর সাড়ে ১২ টায় অফিস প্রাঙ্গনে এ আলোচনাসভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর সাব-রেজিষ্ট্রি অফিসের রেজিস্ট্রার মোঃ আব্দুল সালাম।
জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বশির আহমদ এর সভাপতিত্বে ও দলিল লেখক শাহজাহান মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ সভাপতি বহলুর রশীদ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি গয়াছ মিয়া, সাবেক সাধারন সম্পাদক আফাজ উদ্দিন, উপজেলা দলিল লেখক সমিতির সহ সভাপতি হোসেন আহমদ অলিউর রহমান, জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসির আলী, দলিল লেখক মোঃ আবুল ফজল, তালেব আলী প্রমূখ। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সাবরেজিস্টার অফিসের প্রধান অফিস সহকারী মোঃ আব্দুর রহিম, প্রবীণ দলিল লেখক অনিল চন্দ্র দেব, বাহরাম উদ্দিন, বশির উদ্দিন, আব্দুল করিম, বশির মিয়া, সমিতির যুগ্ম সম্পাদক নজমুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক অনন্ত কুমার দাশ, কায্যকরী সদস্য ছালিক মিয়া, দলিল লেখক কালীপদ দাস, কমর উদ্দীন, দ্বীপক কুমার দেব, জুহেল মিয়া, বাসুদেব চক্রবর্তী, জাকির চৌধুরী।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারি মোঃ ইউনুস আলী।
পরে প্রবীণ দলিল লেখক মরহুম অাব্দুল মতিনের রুহের মাগফেরাত কামনায় জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক ও উপজেলা সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামী।
এ সময় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন, ব্যবসায়ীসহ মরহুম আব্দুল মতিনের আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *