মোঃ রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির ২০২১-২০২২ অর্থ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) ডাকবাংলো রোডেস্থ মোহরীর বারে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা অলি উদ্দিন, মাওলানা সামছুল ইসলাম, জহিরুল ইসলাম লাল মিয়া, মোঃ তালেব আলী, রিয়াজ রহমান, মিছবাহ উদ্দিন চৌধুরী, আসকর আলী, হেলিম মিয়া, আজিজুল ইসলাম, লুৎফুর রহমান, শেফুল মিয়া, এনাম আহমদ প্রমূখ।
সভায় পদাধিকার বলে জগন্নাথপুর পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার সভাপতি ও উপস্থিত সকল ব্যবসাীদের মতামতের ভিত্তিতে সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়াকে সেক্রেটারী নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টাবৃন্দরা হলেন মোঃ শফিকুল হক শফিক, গিয়াস উদ্দিন মুন্না, মাওলানা অলি উদ্দিন, মোঃ জাহিদ আলী, মাওলানা সামছুল ইসলাম।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি পদাধিকার বলে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, সাবেক সেক্রেটারী আফাজ উদ্দিন, সাংবাদিক রিয়াজ রহমান, বেলাল আহমেদ, সঞ্জয় মোহন দেব সন্ধি।
সহ সেক্রেটারী সোহানুর রহমান সুহেল, অর্থ সম্পাদক মিজবাহ উদ্দীন চৌধুরী, সহ অর্থ সম্পাদক মোঃ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আসকর আলী, প্রচার সম্পাদক ইলিয়াছ উদ্দিন, দপ্তর সম্পাদক হামজা আহমদ।
কমিটিতে ডাকবাংলো রোডের সকল ব্যবসায়ীকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়।
এ সময় নবনির্বাচিত সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া সকল ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।