আজিজুল হক নাজমুল
স্টাফ রিপোর্টারঃ
আজ ঐতিহাসিক ১৭ই মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, শেখ হাসিনা তখন তার ছোট বোন শেখ রেহানা, স্বামী ও দুই সন্তানসহ তখনকার পশ্চিম জার্মানিতে অবস্থান করছিলেন। ফলে তারা প্রাণে বেঁচে যান। জাতির পিতার হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের সভাপতি আলহাজ্ব নাজমুল ইসলাম লিটন ও সাধারন সম্পাদক শেখ শামীম কামাল লাবুর নেতৃত্বে স্বাস্থবিধি মেনে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালনের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।