ফরহাদুল ইসলাম,গাইবান্ধা রিপোর্টার ঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি জোরপূর্বক দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগি বৃদ্ধ শামছুল হক। শামছুল হক উপজেলার হুড়াভায়াখাঁ গ্রামের মৃত ইছাব উদ্দিনের ছেলে।

সোমবার (৯ মে) সকাল ১১ টায় সুন্দরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন তিনি একজন নিরীহ কৃষক ও বৃদ্ধ মানুষ। ১৯৭২ সালে তিনি হুড়াভায়াখাঁ মৌজার অন্তর্ভূক্ত সাবেক দাগ ২৪২৫ নতুন ৩৪৩৩ দাগের সাড়ে ১০ শতাংশ জমি দুইটি পৃথক কবলা দলিলের মাধ্যমে ক্রয় করে তখন থেকে ভোগদখল করে আসছিলেন।

যার নতুন মাঠ রেকর্ড তার নিজ নামে হয়েছে। সম্প্রতি ওই জমিটি তার প্রতিবেশি মৃত হেছাব উদ্দিন মন্ডলের ছেলে জয়নাল আবেদীনগং জোরপূর্বক দখল করে নেয়। জয়নালগং প্রভাবশালী হওয়ায় তিনি ওই জমিতে যেতে পারছেন না। জমিতে যাতে যেতে না পারে সেজন্য বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন। শামছুল হক আরও অভিযোগ করেন জমি দখলের পাশাপাশি জয়নাল আবেদীন গত ২৫ এপ্রিল/ ২০২২ ইং বাদী হয়ে তার পরিবারের সবাইকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে হয়রানি করছেন। যার মামলা নং-২৬।

তাছাড়া আরও মামলা দায়েরের পায়তারা করছেন। তার জমি উদ্ধারসহ মিথ্যা মামলায় যাতে হয়রানি করতে না পারেন সেজন্য শামছুল হক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *