ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের গ্রিন ট্রাইব্যুনাল বেঞ্চ পশ্চিম বাংলা সরকারের জাতীয় পরিবেশ সংরক্ষণ ও তার প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক মতো করা না হওয়ার কারণে ৩৫০০,কোটি, টাকা জরিমানা করল। এদিন ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের গ্রিন ট্রাইব্যুনাল বেঞ্চ এর বিচারপতি শ্রী আদর্শ কুমার গয়েলের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন।
যদি না দেওয়া হয় তাহলে পয়লা সেপ্টেম্বর থেকে এই টাকার উপর সুদ বাড়তে থাকবে। এই প্রথম পশ্চিম বাংলা সরকারের বিরুদ্ধে এতবড় জরিমানা করল ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের গ্রিন ট্রাইব্যুনাল বেঞ্চ। ভারতের পশ্চিমবঙ্গ চলতি অর্থবছরে রাজ্য সরকার নগর ও পুর বিষয়ক মন্ত্রণালয় মোট বরাদ্দ করেছেন মোট ১২.৮১৮.৯৯,কোটি, টাকা। এমনিতেই পশ্চিম বাংলা সরকারের ভাড়ের অর্থ উবে গিয়েছে। তার উপর মাড়ার মাথার উপর খাঁড়ার ঘা মারার মতো অবস্থা।
বিচারপতি বলেন যে, পশ্চিম বাংলার বর্জ্য পদার্থ নিকাশের ব্যাবস্থা যথেষ্ট গুরুত্ব দেয়নি। যেখানে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় প্রতিদিন ২৭৬৫৮০কোটি, লক্ষ লিটার বর্জ্য পদার্থ উৎপাদন হয়। এবং রাজ্যের বর্জ্য পদার্থ নিশকাষণ ক্ষমতা মাত্র ১৫০৫৮৫,লক্ষ, লিটার। পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় প্রতিদিন বর্জ্য পদার্থ নিশকাষণ ক্ষমতা রাখে ১২৬৮,লক্ষ্য, লিটার। যার ফলে পরিবেশ দূষণের শিকার হন রাজ্যের মানুষ। এই কাছে পশ্চিম বাংলার সরকার ঠিক মতো করে উঠতে না পারার জন্য ৩৫০০,কোটি, টাকা জরিমানা করল সুপ্রিম কোর্টের গ্রিন ট্রাইব্যুনাল বেঞ্চ। তবে এই ঘটনা নিয়ে পশ্চিম বাংলার রাজ্যে রাজনীতি তে শোরগোল পড়েছে। একদিকে বিজেপি তৃনমূল দলের সরকারের দোষারোপ করছেন। অন্যদিকে পশ্চিম বাংলার তৃনমূল দলের নেতৃত্ব বলছেন যে পশ্চিম বাংলার সরকার কে বেকায়দায় ফেলার জন্য এবং পশ্চিম বাংলার সরকার কে অর্থনৈতিক দুর্বল করার জন্য কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনা।