আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের পটিয়ায়
চট্টগ্রামের পটিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ আগস্ট) সকালে পটিয়া পৌরসভার আয়োজনে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে পটিয়া পৌরসভার মেয়র এর সভাপতিত্বে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এম,পি
বিশেষ অতিথির মধ্যে পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মোজাম্মেল হক, প্রফেসর আব্দুল আলীম,ইতিহাসের খসড়ার সম্পাদক শামসুল হক,
কাউন্সিলর রুপক কুমার সেন, শফিউল আলম, জসিম উদ্দীন,পৌর আওয়ামীলীগের সভাপতি আলমগীর আলম, নাসির উদ্দিন পদ্মা, মাহবুবুল আলম, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, এস এম এ কে জাহাঙ্গীর, মিজানুর রহমান, লেখক ও গবেষক আহমেদ কবীর,প্রফেসর ভগীরত দাশ,মোহছেনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা,
এছাড়াও পটিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ,পুলিশ, আনসার,হাসপাতাল নার্স, স্কাউট, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্হিত ছিলেন।