আবদুল্লাহ আল নোমান
শোকের মাস আগস্টে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে শনিবার (১৩ আগস্ট) দুপুরে পটিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান কার্যালয়ে পটিয়া জাতীয় শোক দিবস কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। শোক দিবস কমিটির প্রধান সমন্বয়ক পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোতাহেরুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের কাছে সপ্তাহব্যাপী এ কর্মসূচির কথা জানান ৷
কর্মসূচির মধ্যে রয়েছে- ১৫ আগস্ট পটিয়া উপজেলা মাঠ প্রাঙ্গণে সকাল ৬টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে৷ এরপর সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, সকাল ৯টায় দোয়া মাহফিল ও মোনাজাত, বিকেল ৩টায় আলোচনা সভা েএবং সন্ধ্যা ৭ টায় কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হবে৷ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি৷

কর্মসূচির দ্বিতীয় দিন ১৬ আগস্ট বিকেল ৩ টায় উপজেলা মাঠ প্রাঙ্গনে পটিয়া উপজেলা ও পৌরসভা যুবলীগ, ১৭ আগস্ট জাতীয় শ্রমিক লীগ, ১৮ আগস্ট সকালে পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও বিকেলে পটিয়া উপজেলা ছাত্রলীগ, ২০ আগস্ট সকালে পৌরসভা ছাত্রলীগ ও বিকেলে স্বেচ্ছাসেবক লীগ, ২২ আগস্ট বিকেলে পটিয়া উপজেলা কৃষক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে ৷ এছাড়া ২০০৪ সালে তৎ কালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা প্রতিবাদে ও নিহতদের স্মরণে ২১ আগস্ট বিকেলে পটিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ৷

সপ্তাহব্যাপী এ কর্মসূচি ঘোষনা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য দেবব্রত দাশ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসানুল্লাহ চৌধুরী, পটিয়া পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিক আলম, পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, পটিয়া পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক অজয় শীল, যুগ্ম-আহ্বায়ক জুবায়ের আহমদ সোহেলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *