সৈয়দ মুনিরুল হক নোবেলঃ
জামালপুরের ঐতিহ্যবাহী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্ভব এর উদ্যোগ ও আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার জামালপুর শহরের বেলটিয়াস্থ লুইস ভিলেজ সংলগ্ন সম্ভব মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দোয়া ও ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সম্ভব মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ মাহমুদুল করিম জুছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস.আই হাবিবুর রহমান, সম্ভব মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ডাঃ মোঃ তারিকুল ইসলাম রনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, সম্ভব মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের স্টাফ মোঃ মেহেদী হাসান মিরন।
পরে উপস্থিতির মাঝে মানসম্মত ও বৈচিত্রপূর্ণ বিভিন্ন ইফতার সামগ্রী পরিবেশন করা হয়।