বকশীগঞ্জ সংবাদ দাতা
জামালপুর সদর থানা পুলিশের অভিযানে ২৪০ বোতল বিদেশি মদসহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) সকালে জামালপুর-শেরপুর ব্রীজের উপর থেকে তাদেরকে আটক করা হয়।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, বুধবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই নজরুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের অন্যান্য সদস্যরা অভিযান চালায়। এসময় পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-শেরপুর ব্রীজের উপর থেকে একটি পিক-আপ তল্লাশি চালিয়ে ২৪০ বোতল বিদেশি মদসহ দুই জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারী থানার নওদাপাড়া গ্রামের বাসিন্দা বখতিয়ার হোসেনের ছেলে আনছার আলী (৩৫) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পাথরের চর গ্রামের বাসিন্দা শফি উদ্দিনের ছেলে পলাশ মিয়া (৩০)।
আটককৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।