সৈয়দ মুনিরুল হক নোবেলঃ
জামালপুর সদর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি)কে বাংলাদেশ প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (৬ জুন) দুপুরে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা/ অফিসার ইনচার্জ(ওসি)’র কার্যালয়ে গিয়ে নবাগত অফিসার ইনচার্জ(ওসি) কাজী শাহ্ নেওয়াজকে ফুলেল শুভেচ্ছা জানান, বাংলাদেশ প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল এর নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ খোরশেদ আলম, সাংবাদিক মোঃ রাসেল রানা, সাংবাদিক মোঃ এমদাদুল হক, সদস্য সচিব সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আজাদ খান ও সদস্য অর্থ সাংবাদিক শাহ মোঃ আরিফ হোসাইন।
এসময় তারা কুশলাদি বিনিময়ের পর সংক্ষিপ্ত আকারে মত বিনিময় করেন।