বন্দর থেকে বিল্লাল হোসেন :
গত সেপ্টম্বর মাসে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় বন্দর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোঃ সাইফুল আলম পাটোয়ারীকে জেলার শ্রেষ্ঠ অফিসার নিবার্চিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বেলা ১২টায় জেলা পুলিশ সুপার কার্যলয়ে মাসিক অপরাধ পযোর্লোচনা সভায় জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম বার) এর হাত থেকে সম্মননা ও ক্রেষ্ট গ্রহন করেন তিনি। সম্মননা ও ক্রেষ্ট গ্রহন কালে ওই সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা প্রমুখ।

সম্মননা গ্রহনের পর বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ সাইফুল আলম পাটোয়ারী এক প্রতিক্রিয়া গনমাধ্যমকে জানায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম বার) স্যারের নির্দেশনায় ও বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্যারের নেতৃত্বে বন্দরবাসীকে সেবা প্রদান করে আসচ্ছি।

যত দিন চাকুরিতে আছি নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। উল্লেখ্য গত জুলাই ও গত সেপ্টম্বর মাসে বন্দরে সবোর্চ্চ ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের অবদান রাখায় জেলা পুলিশ প্রশাসন তাকে এ সম্মনে ভূষিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *