কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
আজ খুব ভোরে ঝাড়খণ্ড রাজ্যের পাকুর জেলা থেকে পরিযায়ী বোঝাই বাস নিয়ে যাচ্ছিল উত্তর প্রদেশের লখনউতে। ঠিক ভোর রাতে পশ্চিম বাংলার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর কাছে রূপহারের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে জল ভরতি নয়নজলিতে পড়ে।
বাসের পড়ে যাওয়ার বিকট আওয়াজ শুনতে পান স্হানীয় মানুষ জন ছুটে আসেন। শুরু করে উদ্ধার কাজ। বাসের ভিতর থেকে টেনে হিছড়ে বের করতে থাকেন স্হানীয় মানুষ। খবর পেয়ে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন উদ্ধার কাছে সাহায্য করতে। সেই সঙ্গে নামানো হয় পশ্চিম বাংলা সরকারের প্রকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক মোকাবিলা বাহিনী সদস্যদের।
তবে উল্টে যাওয়া বাসের মধ্যে আটকে আছে বহু পরিযায়ী শ্রমিক। যারা বেচে আছেন তাদের কে গুরুতর আহত অবস্থায় জেলা হসপিটালে পাঠানো হয়। তবে এখনো বহু মানুষ বাসের মধ্যে আটকে আছে তাদের বাচার আশা কম বলে মনে করা হয়েছে। তবে ঘটনা স্হানে পুরো এলাকা টি ঘিরে রেখেছে পুলিশ।।।