সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান করোনা আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধিন আছেন। এর আগে ১০মার্চ তিনি করোনার টিকা গ্রহণ করেন।
নাসিক প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মুঠোফোনে জানান, গত ১০মার্চ করোনার টিকা নেয়ার একদিন পর থেকেই শর্দি ও জ¦রে আক্রান্ত হন। সাধারণ জ¦র,ঠান্ডা মনে করে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরবর্তীতে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে শুক্রবার (১৯মার্চ) তিনি করোনা পরীক্ষা করান। শনিবার পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এদিন দুপুরে তিনি ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শরীর অনেক দূর্বল বলে তিনি জানান। এছাড়াও ডাক্তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। সেগুলোর রিপোর্ট আসলে তার শারীরিক অবস্থার সর্বশেস পরিস্থিতি জানা যাবে। এসময় প্যানেল মেয়র মতি তার শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য ২০২০ সালে যখন বাংলাদেশে করোনার তান্ডব শুরু হয় তখন প্যানেল মেয়র মতি তার ওয়ার্ডসহ আশেপাশের এলাকায় বিভিন্ন রকম কর্মকান্ড পালন করেন। মানুষকে সচেতন করা, অসহায়দের মাঝে খাবার বিতরন, নগদ অর্থ প্রদানসহ নানারকম মানবিক কার্যক্রম পালন করেন তিনি। এছাড়াও মৃতের সৎকারের জন্য ছিলো আলাদা একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *