71bangladesh

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান পাট ভাংচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং ভাংচুরসহ দু’পক্ষের লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে একই দিনে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখনো হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুহিয়া থানা এলাকার বিভিন্ন রাস্তায় ধাওয়া পালটা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলামসহ দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দু’পক্ষের সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *