আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন পূরণ” এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ওই সংগঠনটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে আলোচনা সভা করা হয়।
সংগঠনটির প্রধান উপদেষ্টা এম.এস সামাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক স্টোরের চেয়ারম্যান ডা.ইহসান হক ইহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বৈশাখী টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি নাহিদ রেজা,অনলাইন জার্নালিস্টের সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম শান্ত,সংগঠনের উপদেষ্টা রবিউল এহসান রিপন।
এছাড়াও সভায় ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়ের শতাধিক সদস্যরা অংশ নেয়। আলোচনা শেষে কেক কাটা ও র্যালী করা হয়। আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়৷
স্বেচ্ছায় রক্ত দিয়ে অন্যকে উপকারের মাধ্যমে পাশে থাকাই স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন পূরণ” এর কাজ।