গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রবিবার পীরগঞ্জ পৌর শহরের কলেজ হাট লকডাউনের প্রভাবে কমেছে জন সমাগম ও স্বাস্থ্য বিধি মেনে চলছে কাচামালের বাজার।
শহরের বিভিন্ন রাস্তায় রয়েছে পুলিশ চেকপোস্ট তবে গন পরিবহন সন্পুর্ন রূপে বন্ধু রয়েছে।পীরগঞ্জ কলেজ হাট বার হলে ও আজ বাজারে তেমন কোন জন সমাগম দেখা যায়নি।
জানা যায়,পীরগঞ্জ উপজেলা পৌর শহরের কলেজ হাট সপ্তাহে ২ দিন হাটবার রবি ও বুধবার কিন্তু আজ ক্রেতদের আনা গোনা অনেক কম অনেক দোকানদার ব্যাবসায়ী গন লক ডাউনের ভয়ে আতঙ্কে দোকান খুলেনি।এছাড়া পীরগঞ্জ ঢাকাইয়া পট্টি কাপড় বাজারে ও দোকান পাট বন্ধ দেখা যায়।
লক ডাউন অব্যাহত রাখতে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ চলছে।পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম ও এসিল্যান্ড মোঃতরিকুল ইসলাম,পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় ও তার সঙ্গীয় ফোর্স সহ লক ডাউন অব্যাহত রাখতে কঠোর নজরদারিতে কাজ করছে।এছাড়া ও সেনাবাহিনীর টহল,আনসার ভিডিপি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী টহলে রয়েছেন।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়ের সাথে কথা হলে তিনি সাংবাদিক জানান চলমান কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি হওয়ায় বাংলাদেশের মানুষকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রেহাই পেতে সরকার কঠোর পদক্ষেপ ও নজরদারির মধ্যে লক ডাউন দিয়েছেন আর এ লোক ডাউন মেনে চলতে ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।