স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৫নং সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের কালপীর বাজারের পশ্চিমে মোঃ ইসা সরকারি নিষেধাজ্ঞা ও আইন অমান্য করে দেদারসে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে একটি পুকুরে।বিষয় টি যেন দেখার কেউ নেই।

সরেজমিনে দেখা যায়,কালপীর পীরগঞ্জ বীরগঞ্জ পাকা সড়কের উত্তর পাশে মোঃ ইসা পুকুর থেকে ড্রেজার মেশিন বসিয়ে পাকা রাস্তা উপর দিয়ে ড্রেজার মেশিনের পাইপ দক্ষিণ দিকে বালু উত্তোলন করছেন।প্রতি নিয়ত ড্রেজার মেশিন বালু উত্তোলনের ড্রেজারের পাইপ পীরগঞ্জ বীরগঞ্জ পাকা সড়কের উপর দেওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

ড্রেজার মিশিনে বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করছেন বালু ব্যাবসায়ী মোঃ ইসা।উক্ত বালু উত্তোলন প্রসঙ্গে মোঃমুসা মেম্বার গণমাধ্যম কে বলেন আমার ছোট ভাই উনার নিজস্ব পুকুর থেকে বালু উত্তোলন করছে এতে কি সমস্যা।

এ বিষয়ে সাংবাদিকের সাথে কথা হলে মোঃ ইসার সাথে কথা হলে বলেন আমি একজন বালু ব্যাবসায়ী আমি প্রশাসন কে মেনেজ করেই বালু উত্তোলন করছি।আমি আমার জমিতে বালু উত্তোলন করবো এতে কার কি আসে যায়।তোমার কোন লিখার থাকলে নিউজ করতে পারেন।এতে কোন বাধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *