গীতি গমন চন্দ্র রায় গীতি।। স্টাফ রিপোর্টার।।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ জুন বৃহস্পতিবার সকালে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ‍্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২ জন নির্বাচিত সুফলভোগীর প্রতিজনকে ১ টি ক্রসব্রিড বকনা গরু,১২৫ কেজি গোখাদ্য এবং গরু রাখার শেড নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী (ইট, টিন, পিলার ইত্যাদি) প্রদান করেন।

জানা যায় উপকারভোগী ২ জন হলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার- পাড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাড়িয়া গ্রামের রোকা মার্ডি ছেলে মাহাল মার্ডি ও ৩ নং ধনতলা ইউনিয়নের নাগেশ্বর বাড়ির গ্রামের নেনা হাসদার ছেলে রবিন হাসদা কে দুটি গরু বিতরণ করেন – বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী কর্মকর্তা যোবাযের হোসেন।গরু বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায,ডাক্তার নাসিরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *