আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ী সোনালী পাম্পের সামনে খোঁচাবাড়ী হাট থেকে গরু বোঝাই করা একটি নসিমনের সাথে অপর দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বেল্লাল (২০)নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেল্লাল ঠাকুরগাঁও সদর উপজেলা ১৭ নং জগন্নাথপুর ইউনিয়ন বাহাদুর পাড়া গ্রামের আব্দুল মজিদ বাবুর ছেলে।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, গরু ভর্তি করা নসিমনটি মোটরসাইকেল আরোহী কে ধাক্কা দেয়, সেই সময় মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। নসিমন চালক হাটে গরুগুলো খুব তারাতারি নামিয়ে নিয়ে সবাই পালিয়ে যায়। নসিমনের মালিকের নাম জানা জায়নি। সেই সময় আশেপাশের লোকজন এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে ভ্যানে করে তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
আধুনিক সদর হাসপাতালে গিয়ে খোঁজ নিলে দেখা যায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরের রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক। অ্যাম্বুলেন্স যোগে রংপুর নিয়ে যাওয়ার পথিমধ্যে সে মারা বলে নিশ্চিত করেছেন নিহতের বাবা।
এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সাথে কথা হলে তিনি জানান। দুর্ঘটনার কথা শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো।যেহেতু এটি রোড এক্সিডেন্ট সেক্ষেত্রে হাইওয়ে পুলিশ বিষয়টি দেখবেন বলে জানান তিনি।