আনোয়ার হোসেন আকাশ,
নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁও সদর উপজেলার ৯নং রায়পুর ইউনিয়নের শিহিপুর ভেলাজান এলাকায় ৩ ঘন্টার ব্যবধানে ছেলের পর বাবাও মারা গেলেন ।

শুক্রবার (১৩ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টার সময় ছেলে আইনুল হক (৩২) ও রাত সাড়ে ৮ টায় বাবা আবুল হোসেন (৭৫) মারা যায়।

স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা জানায়, এক সন্তানের জনক আইনুল হক বিকেলে বাসায় শুয়ে ছিলেন। হঠাৎ তিনি বুকের ব্যথা অনূভব করলে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই পথিমধ্যই তিনি মারা যান।

নিহত আইনুল কর্মজীবনে ভেলাজান বাজারে মের্সাস আমিন মেডিকেল হল এ ডাঃ কছিমউদ্দিনের চেম্বারে তিনি দীর্ঘদিন কর্মরত ছিলেন।

ছেলের মারা যাওয়ার খবর শুনে হাটাচলা করতে না পারা শয্যাশায়ী পিতা আবুল হোসেন এই শোক সামলাতে না পেরে তিনিও রাত সাড়ে ৮ টায় বাড়িতেই মারা যান।
মৃত্যুকালে আরো তিন ছেলে এক মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

৩ ঘন্টার ব্যবধানে বাবা ও ছেলের আকস্মিক মৃত্যুতে পরিবার সহ এলাকায় বইছে শোকের ছায়া।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ছেলে ও বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মর্মাহত বিষয়টি আমিও শুনেছি । খুবই বেদনাদায়ক ও কষ্টকর ঘটনাটি। আশা করি তাদের পরিবার এই শোক কাটিয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *