সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১০ জন।
২২ মার্চ সোমবার দুপুরে একটা ৪০ মিনিটের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল চিটাগাং রোড ইউটার্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। ইউটার্ন এলাকায় গাড়ী গোড়ানো সময় দ্রুত গামী একটি ট্রাক ধাক্কা দিলে ৩টি প্রাইভেট কার, ৩ টি পিকআপ, ২ টি মটর সাইকেলসহ ১০ টি যানবহন দূর্ঘটনার শিকার হয়।

ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী যান চলাচল কিছু সময় বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে।
খবর পেয়ে নারায়নগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই বাহার উদ্দিন উদ্ধার তৎপরতা চালান।
এটিএসআই বাহার উদ্দিন জানান, ঘটনা ভয়াবহ। এক সাথে ১০ টি যানবহন দূর্ঘটনার শিকার হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *