আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে স্কুল ও কলেজে অধ্যায়নরত আদিবাসি শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করা হয়েছে।

জানা গেছে, ১১জুন শনিবার প্রধানমন্ত্রীর দেয়া এসব উপহার বিতরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল বাসার সুজন, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ,

কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী বাবু, তানভির রেজা, রামিল হাসান সুইট ও মোর্শেদুল মোমেমিন রিয়াদপ্রমুখ।এদিন উপজেলার স্কুল ও কলেজে অধ্যায়নরত আদিবাসি শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার নগদ অর্থ, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী এসব উপহার আদিবাসি ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *