আলিফ
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ছাঐড় পুর্বপাড়া
গ্রামে ঈদগাহ্ ও কবর স্থানে মাটি ভরাট কাজ পরিদর্শন করেছেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। জানা গেছে, ৬ এপ্রিল মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান ছাঐড় পুর্বপাড়া গ্রামে কবর স্থানে মাটি ভরাট কাজ পরিদর্শন করেন এবং ঈদগাহ্ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফজলে রাব্বানী ফরহাদ। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এদিকে ঈদগাহ্ উন্নয়ন ও কবর স্থান ভরাটের খবরে গ্রামবাসির মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃস্টি হয়েছে। তারা বলছে, আওয়ামী লীগের দলীয় সমর্থনে নৌকা প্রতিক নিয়ে পর পর দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মসলেম উদ্দীন প্রামানিক। কিন্ত্ত এলাকার উন্নয়নে তিনি কোনো গুরুত্বপুর্ণ অবদান রাখতে ব্যর্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *