আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী তানোরের সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। এমপির আন্তরিক প্রচেস্টার ফলে দীর্ঘদিন পর এলাকার সড়ক যোগাযোগ ও অবকাঠামো খাতে একযোগে শুরু হয়েছে উন্নয়নের মহাযজ্ঞ, হচ্ছে অপ্রত্যাশীত উন্নয়ন। এমপি ফারুক চৌধুরী নির্বাচনী প্রচারণায় ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে ছিলেন, তারা যদি তাকে আবারো বিজয়ী করেন, তাহলে তিনি উপজেলার এক ইঞ্চি রাস্তা কাঁচা (মাটি) রাখবেন না। উপজেলাকে আধুনিক সড়ক যোগাযোগ বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। বিগত নির্বাচনে বিজয়ী হবার তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়নে উন্নয়নের মহাযজ্ঞ শুরু করেছেন। স্বাধীনতার পর এবারই প্রথম প্রায় শত কোটি ব্যয়ে সড়কের উন্নয়ন কাজ করা হচ্ছে।
সংশ্লিস্ট সুত্রে জানা গেছে, তানোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্প থেকে ইতমধ্যে ৭টি প্যাকাজে প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৭৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজ চলমান রয়েছে। যার মধ্যে বায়া-তানোর-মুন্ডুমালা সড়ক তানোর চৌবাড়িয়,তানোর-কলমা,
আয়ড়া-বিল্লী ও হাতিশাইল-কামারগাঁ সড়ক। এদিকে এসব সড়ক কাজ দ্রুত এগিয়ে চলেছে। অন্যদিক সাংসদের নির্দেশনার পর এসব নির্মাণ কাজ নিয়মিত পরিদর্শন করছেন উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুনসহ
সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তাগণ। অপরদিকে এসব উন্নয়ন কাজের মান নিয়ে এলাকাবাসিও বেশ সন্তুষ্ট, তারা বলছে, বিগত দিনের তুলনায় এবার কাজের মান অনেকটা ভাল তাছাড়া
সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করছেন। এব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, তানোরের প্রতিটি রাস্তার নির্মাণকাজ কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে, কাজের মাণের বিষয়ে কোনো শৈথিলতার প্রশ্রয় দেয়া হবে না। তিনি বলেন, এসব উন্নয়ন কাজ সম্পন্ন হলে তানোরের যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হবে।
