তানোর(রাজশাহী)প্রতিনিধি

রাজশাহীর তানোর-আমনুরা সড়কে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রোপিত মরা শিশুগাছ টেন্ডার নিয়ে আড়ালে পরিপক্ক জীবন্ত শিশুগাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলার বাধাইড় ইউপির তেলোপাড়া গ্রামের আলাউদ্দিন আলীর পুত্র আহসান হাবিব ভুট্টু (৪৫) এসব গাছ লোপাট করেছে। গ্রামবাসিরা জানান, এর আগেও একাধিকবার নামে-বেনামে বিএমডিএর মরা গাছ টেন্ডার নিয়ে মোটা মোটা তাজাগাছ কেটে সাবার করেছে ভুট্টু।

জানা গেছে, চলতি বছরের ১৩ এপ্রিল বিএমডিএ থেকে ভুট্টো তার ছোট ভাই মিনহাজের নামে ২৮টি মরা শিশুগাছ ৬৭ হাজার ৫০০ টাকায় টেন্ডার নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৯ এপ্রিল বৃহস্প্রতিবার ভুট্টু তার লোকজন নিয়ে গাছ কাটা শুরু করে, তবে টেন্ডারে চিকন মরা ২৮টি গাছ কাটার কথা বলা হলেও কৌশলে তারা পরিপক্ক তাজা-মরা মিলে প্রায় অর্ধশত শিশুগাছ কেটে লোপাট করেছে। স্থানীয়রা জানান, বিএমডিএ’র পরিদর্শক মুঞ্জুর রহমানের উপস্থিতিতেই এসব গাছ কাটা হয়েছে।

এদিকে মরা গাছ টেন্ডার নিয়ে পরিপক্ক তাজা গাছ কাটার বিষয়টি বিএমডিএ কর্তৃপক্ষকে মোবাইলে অবহিত করা হলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহাফুজুর রহমান ভুট্টুর পক্ষে সাফাই গেয়ে বলেন, তিনি বুধবার গ্রামবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাজাগাছ কাটার প্রমাণ পাননি। সাংবাদিকদের কাছে তাজা গাছ কাটার ছবি এবং ভিডিও আছে এমন প্রশ্ন করলে প্রকৌশলী বলেন, ছবিগুলো আমার অফিসে এসে দেখান দেখি কি করা যাই। পরে তিনি বলেন অযথা এগুলো লিখে কি হবে শুধু একটু হয়রানি করা বলে এড়িয়ে যান। বিএমডিএ তানোর জোনের পরিদর্শক মুঞ্জুর রহমান বলেন, কিছু তাজা শিশুগাছ কাটা হয়েছে সেগুলো টেন্ডারের নয়। তবে, বিষয়টি পত্রিকায় খবর প্রকাশ না করার জন্য বিএমডিএর পরিদর্শক ও ভুট্টু গণমাধ্যম কর্মীদের ম্যানেজ করার চেস্টা করেন। এবিষয়ে আহসান হাবিব ভুট্টো বলেন, তারা টেন্ডারে নেয়া গাছ কাটছেন। তবে, জীবন্ত তাজাগাছ কাটছেন কেন বলতেই ভূল করে কাটা হয়েছে। এটা নিয়ে বিএমডিএর লোকজনকেও ম্যানেজ করা হয়েছে আপনাদের (গণমাধ্যম কর্মী) খুশি করা হবে কোনো খবর করার দরকার নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *