আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) কলমা গ্রামের কয়েক জন শিক্ষিত তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন মাদারল্যান্ড ফাউন্ডেশন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। জানা গেছে তানোরে জন্ম নিবন্ধন ডিজিটালকরণ কর্মসুচিতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় যখন নাগরিকদের জিম্মি করে রমরমা অর্থ বাণিজ্যে করা হচ্ছে। তখন কলমা ইউপির কলমা গ্রামের একদল তরুনদের প্রতিষ্ঠিত মাদারল্যান্ড ফাউন্ডেশনের
সদস্যরা স্ব-উদ্যোগে নিজেরা
নিজেদের ল্যাপটপ নিয়ে পুরো ইউনিয়নের অসহায় সেবায় ঝাপিয়ে পড়েছে। এসব তরুণরা জন্মনিবন্ধনে
অসহায় মানুষের দুর্ভোগের বিষয়টি উপলব্ধী করে নিজেরা নিজেদের ল্যাপটপ নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে এসব মানুষকে নিঃখরচায় সেবা দিচ্ছে। এতে অসহায় এসব মানুষের ভোগান্তি কমেছে। কলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন মাদারল্যান্ড ফাউন্ডেশনকে সার্বিক সহায়তা করেছে। এদিকে উপজেলার অন্যান্য ইউনিয়ন পৌরসভায় যত ভোগান্তি এবং হয়রানি হয়েছে, সেই হিসাবে মাদারল্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে কলমা ইউনিয়ন একেবারেই ব্যতিক্রম। এবিষয়ে মাদারল্যান্ড ফাউন্ডেশনের সহ-সভাপতি জুয়েল রানা জানান, “মাদারল্যান্ড ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী সংগঠন। মাদারল্যান্ড ফাউন্ডেশন তাদের কার্যক্রম শুরু করে মুলত ২০১৭ সালে, নওগাঁর মান্দা উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতন করে মাদারল্যান্ড ফাউন্ডেশন যাত্রা শুরু করে। পরবর্তীতে, ঈদ, রোজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব ও প্রাকৃতিক দুর্যোগে মাদারল্যান্ড ফাউন্ডেশন প্রতি বছর গরীব-দুঃখী মানুষদের ত্রাণ বিতরণ করে আসছে। গত ঈদে প্রায় ১০০ জন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে। করোনা মহামারীতে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তিনি বলেন, আমরা
এলাকাবাসীর কাছে দোয়া এবং সব রকম সহযোগিতা চাই, যাতে মাদারল্যান্ড ফাউন্ডেশন এলাকাবাসীর জন্য সামনে আরো অনেক বেশি কাজ করতে পারে।