তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর মা রত্নগর্ভা মুনজুরা চৌধুরীর (৮৭) আশু রোগ মুক্তি কামনায় তানোর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিশেষ দোয়া মাহ্ফিল আয়োজন করা হয়েছে। জানা গেছে, ৮ এপ্রিল বৃহস্প্রতিবার উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার,বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কলমা ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, সাইদুর রহমান ওরফে আবু সাঈদ সরকার,
তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, রাশেল সরকার উত্তম প্রমুখ। এছাড়াও অসুস্থ মুনজুরা চৌধুরীর রোগমুক্তি কামনায় আগামিকাল শুক্রবার প্রতিটি মসজিদে দোয়া এবং বিভিন্ন ধর্মালম্বীদের ধর্মীয় উপসালয়ে বিশেষ প্রার্থনার জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি সবিনয় অনুরোধ করা হয়েছে।
