তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার ২৬ মার্চ জুম্মার নামাজ শেষে চট্টগ্রামের হাটহাজারী ও ঢাকা বায়তুল মোকাররম মসজিদের সামনে জামায়াত-বিএনপি ও হেফাজতের তাণ্ডব এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গতকাল উপজেলা যুবলীগের এই প্রতিবাদ সভা করা হয়েছে। স্থানীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নার নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর নাহিদ হাসান, মঈনুদ্দীন, মুন্ডমালা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।