তানোর(রাজশাহী)প্রতিনিধি

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের মালশিরা গ্রামে হেরিংবন্ড
রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউপি নির্বাচনের আগ মুহুর্তে ভোটারদের প্রভাবিত করতে যেনোতেনো ভাবে রাস্তা নির্মাণ করায় গ্রামবাসী এটাকে নির্বাচনী রাস্তা বলে অভিহিত করেছে।এদিকে রাস্তা নির্মাণের সময় রাস্তার দৈর্ঘ্য ও বরাদ্দের পরিমাণ ইত্যাদি তথ্য সংবলিত সাইন দেবার বাধ্যবাধকতা থাকলেও সেটা করা হয়নি এমনকি গণমাধ্যম কর্মীদেরও কোনো তথ্য দেয়া হচ্ছে না। সরেজমিন তদন্তপুর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রামবাসী সংশ্লিস্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের সহযোগীতায় কামারগাঁ ইউপি চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক নিজে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছেন। এক নম্বর ওয়ার্ডের মালশিরা দক্ষিণ-পুর্বপাড়া খুসবরের বাড়ি থেকে মৎস্যজীবি পাড় হয়ে আলতাফ ও লবির মোল্লার চায়ের দোকান পর্যন্ত মাটির রাস্তা হেরিংবন্ড করা হয়েছে। এদিকে দীর্ঘদিন পর রাস্তা নির্মাণ করা হলেও রাস্তার মান খারাপ হওয়ায় গ্রামের অধিকাংশ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা বলছে, রাস্তার যে হাল তাতে এক বছরো টিকবে কি না সন্দেহ রয়েছে। এবিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক অভিযোগ অস্বীকার করে বলেন, নিন্দুকের নিন্দা করবেই, তারা ভাল কিছু করতে পারবে না, আবার কেউ করলে সেটা সহ্য হবে না। এবিষয়ে জানতে চাইলে এক নম্বর ওয়ার্ড সদস্য আলাউদ্দিন আলী বলেন, রাস্তার বিষয়ে তাকে কিছু জানানো হয়নি, তিনি কিছু বলতে পারবেন না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *