তানোর(রাজশাহী)প্রতিনিধি

রাজশাহীর তানোরে রাস্তা সংস্কার কাজ সম্পন্ন না হতেই একটু বৃস্টিতে রাস্তায় ভয়াবহ ভাঙনের সৃস্টি হয়েছে।স্থানীয়রা বলছে, সরনজাই-মোহর-দেবীপুর-ইলামদহী-প্রকাশনগর রাস্তা সংস্কারে ঠিকাদারী প্রতিষ্ঠানের সীমাহীন অনিয়ম ও দুর্নীতির কারণে এমন ঘটনা ঘটেছে। এদিকে ৪ জুন শুক্রবার দিবাগত রাতে সরনজাই-মোহর রাস্তার মোহর ঘুড়াডুবি-দিঘল কুঁড়ি রাস্তা দেবে যাওয়ায় প্রায় দুশঁ বস্তা ধানসহ ট্রাক উল্টে গেছে।

এ ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছে। জানা গেছে, সরকারের দেশব্যপী অবকাঠামো ও সড়ক যোগাযোগ উন্নয়নে ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছেন এরই অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলায় প্রায় শত কোটি টাকা ব্যয়ে প্রায় ১০৩ কিলোমিটার রাস্তা সংস্কার কাজ চলমান রয়েছে। স্থানীয় জনসাধারণ বলছে, রাস্তা সংস্কারে নিম্নমাণের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় রাস্তার এমন বেহাল দশা। তারা বলেন, সাববেস- সেলবেস দিয়ে রোলারিং করে এবং সঠিক পরিমানে বিটুমিন দিয়ে কারপেটিং করলে এই ধরনের সড়ক দুর্ঘটনা ঘটার সম্ভবনা থাকে না। মোহর গ্রামের ধান ব্যবসায়ি ইব্রাহীম বলেন,ট্রাক উল্টে তার প্রায দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, তার জীবদ্দশায় তিনি রাস্তার সংস্কারে এমন অনিয়ম-দুর্নীতি দেখেননি। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও উপজেলা প্রকৌশলী বা ঠিকাদারী প্রতিস্ঠানের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *