আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও বিবিধ বিষয়ে মতবিনিময় করেছেন। ১৪মে শুক্রবার সন্ধ্যায় মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক আমির হোসেন আমিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর মোস্তাফিজুর রহমান ও কাউন্সিলর নাহিদ হাসানপ্রমুখ। জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং করোনা বিরোধী সচেতনামুলক প্রচারণা ও পথচারীদের মধ্যে বিনামুল্য উন্নত মাণের মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার ও শিশুখাদ্য বিতরণ কর্মসুচির অংশ হিসেবে বিভিন্ন এলাকার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।