তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, ঐক্য, মর্যাদা, সৌহার্দ্য-সম্প্রীতি বজায়, নিরাপত্তা নিশ্চিত ও ন্যায় সংগত অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থাকার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো তানোর মডেল প্রেসক্লাব।

২৬ আগষ্ট বৃহস্পতিবার তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজারের
মর্ডান মার্কেটে তানোর মডেল প্রেসক্লাব কার্যালয়ে সকলের সম্মতিতে আলিফ হোসেনকে (দৈনিক আমাদের রাজশাহী ও দৈনিক জবাবদিহি) সভাপতি এবং মনিরুজ্জামান মনিকে (উপচার ও বারনই টিভি) সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন,

সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর (লাখো কষ্ঠ ও জি নিউজ) সহসভাপতি আবুল কাসেম বাবু (দৈনিক পুনরুত্থান ও সূর্যের আলো), যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন (দৈনিক ঢাকার ডাক ও স্বদেশ বাণী) সাংগঠনিক সম্পাদক সোহানুল হক পারভেজ (মানবজমিন ও জনতার বিবেক টিভি) দপ্তর সম্পাদক শানাউল্লাহ স্বপন (বাংলার নবকষ্ঠ ও এই বাংলা), নির্বাহী সদস্যরা হলেন -আব্দুল হান্নান (দৈনিক সংগ্রাম) নুর হাসান মাহমুদ রাজা (সূর্যের আলো) গোলাম মোস্তফা লাল্টু (অপরাধ বার্তা) সৈয়দ মাহমুদ শাওনকে (আলোকিত ৭১ সংবাদ ও টপ নিউজ২৪ অনলাইন)। কমিটির সকল সদস্যের মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য তানোর মডেল প্রেসক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *