মো:জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় ভারতীয় ১৫০ বস্তা চিনিসহ ৩ জনকে আটক করেছে তিতাস থানা পুলিশ। এসময় চোরাচালান কাজে ব্যবহারের একটি ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার রাতে হোমনা-গৌরীপুর সড়কের পশ্চিম পাশে তিতাস উপজেলার মোল্লা এলপিজি পাম্পের সামনে এসব চিনি আটক করা হয়। আটককৃতরা হলো, মাদারীপুর থানার থানতলী গ্রামের বাসিন্দা মতলব মাতুব্বরের ছেলে ড্রাইভার মিরাজ মাতুব্বর (৪০), হেলপার সাভার থানার জয়পাড়া রেডিও কলোনির বাসিন্দা মো.খোকন মিয়ার ছেলে মো. রাজু (১৯) ও সাভার পৌরসভার সুতার নোয়াদ্দা গ্রামের মো: বাবুল হোসেন মোল্লার ছেলে শামীম (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অবৈধভাবে চোরাই পথে ভারত থেকে আসা একটি ট্রাকের ভিতর ফ্রেস ও ইগলু কোম্পানির ব্যাগ ভর্তি ১৫০ বস্তা চিনিসহ ৩ জনকে আটক করা হয়।আটক করা চিনির বর্তমান বাজার মূল্য ৯ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, অবৈধ ভাবে ভারত থেকে আনা ১৫০ বস্তা চিনিসহ একটি ট্রাক জব্দ করি এবং সে সাথে দুইজনকে আটক করেছি। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *