এস.এম রুবেল আকন্দ:
মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশে গৃহ-ভূমিহীন পরিবারের মাঝে ৩২ হাজার ৯শ ৪টি পাকা রঙ্গিন টিনের ঘর ঈদ উপহার দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (তার ধারাবাহিকতা হিসেবে) ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ২৫টি জমির দলিলসহ পাকা রঙ্গিন টিনের ঘর হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৬ এপ্রিল ২০২২ইং) সকালে গণবভন থেকে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঈদ উপহার উদ্বোধন ঘোষণায় দেশের প্রতিটি উপজেলায় ভার্চুয়ালী এ অনুষ্ঠানে যুক্ত হন।

এদিকে ময়মনসিংহ বিভাগের ত্রিশাল উপজেলা প্রশাসন সকাল থেকেই ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণে বিভিন্ন রঙ্গে সাজিয়ে তুলেন উপজেলা পরিষদ হলরুম।

পরে ভিডিও কনফারেন্সে অংশ নেয় ত্রিশাল উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলার ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদ, বীরমুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ, বিভাগী কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক মন্ডলী, সাংবাদিক ও সুবিধাভোগীরা।

তৃতীয় ধাপে উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিশালে ২৫টি ঘরের মাঝে মোক্ষপুর ইউনিয়নের ১৩ ও কানিহারী ইউনিয়নের ১২ জন এই সুবিধা পেয়েছেন। প্রত্যেকটি ঘরে বিদুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ। ঘর পেয়ে সুবিধাভোগীরা সবাই খুশীতে বাড়ি ফিড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *