বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ
ভূমি অপরাধ কমাতে নতুন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ।
তিনি বলেন, এই আইন হলে দলিল যার জায়গা জমি হবে তার। এক্ষেত্রে দলিল খতিয়ে দেখা হবে। ভুয়া দলিল দিয়ে জমি পাওয়া যাবে না। এ খবর বটিয়াঘাটা উপজেলায় ছড়িয়ে পড়লে ভূমি দস্যুদের মাঝে চরম হতাশা বিরাজ করছে । এলাকার সচেতন অভিজ্ঞ মহল দাবি করেছেন খুলনা বিভাগের বটিয়াঘাটা উপজেলায় ডেব্লমেন্ট এলাকা হওয়ায় জমির মূল্য অন্যান্য এলাকার থেকে কয়েক গুণ বেশি । সেই সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণীর স্থানীয় ভূমি ব্যবসায়ীরা আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে প্রশাসনের নাকের ডগায় প্রজাস্বত্ব আইনের ১৯৫০ সালের ৯০ ধারা ও ১৬১ ধারা বিধান উপেক্ষা করে কৃষি জমি ধ্বংস করে অবৈধ প্লট ব্যবসা চালিয়ে যাচ্ছে । দখল করে নিচ্ছে সরকারি ভিপি,ভরাটি খাস খাল ও নদী চরভরাটি জমি । যে কারণে এখানকার ভূমি দস্যুরা ওই সকল সরকারি জমি দখল করতে হয়ে উঠেছে বেপরোয়া । যার ফলশ্রুতিতে এখানে ভূমি বিরোধের জের ধরে আইন-শৃঙ্খলা অবনতি ঘটেই চলেছে ।
রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সেমিনার কক্ষে উন্নয়ন ও সমুন্নয়ের উদ্যোগে ‘ভূমি বিষয়ক আইন ও নীতি: চরাঞ্চলের বাস্তবতা’ শীর্ষক আলোচনায় মন্ত্রী এ কথা বলেন। নতুন আইন কার্যকর হলে ভূমি বিরোধ কমে যাবে অনেকাংশে দাবি করেছেন স্থানীয় ভূমি মালিক প্রদীপ টিকাদার সহ একাধিক মালিকেরা ।
এ সময় মন্ত্রী জানান, শিগগিরই স্যাটেলাইট ইমেজ নিয়ে ডিজিটাল সার্ভে শুরু হবে পটুয়াখালী ও বরগুনায়। বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামের এটাই হবে শেষ সার্ভে।
ভূমিমন্ত্রী বলেন, তিনফসলী জমিতে কৃষি কাজ ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। চরের জমিতে প্রকৃত ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
এ আলোচনায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও সাবেক গভর্নর ড. আতিউর রহমান।