নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন, নাসিক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ আলম।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাসিক ৮নং ওয়ার্ডস্থ বৌবাজার ক্যানেল পাড় গোদনাইল, সিদ্ধিরগঞ্জ এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল বক্তব্যে বলেন- আওয়ামী লীগে এখনও খন্দকার মোস্তাকরা রয়েছে। কারণ দলের বৃহৎ স্বার্থের কথা চিন্তা না করে গোপনে জামাত-বিএনপির সাথে আতাত করে বিরোধীতা করছে একটি চক্র।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনেকে বলেন, আমরা কর্মীসভার নামে নাকি শামীম ওসমানের কর্মী সভা করছি। আপনারা জানেন নারায়ণগঞ্জে শামীম ওসমান মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে শামীম ওসমান।
আর আপনারা অপরদিকে বিএনপি-জামাতের ২জন কাউন্সিলর নিয়ে বন্দরে সমাবেশ করেন। তাহলে আপনি কিসের আওয়ামী লীগের রাজনীতি করেন। মহানগরের ২৭টি ওয়ার্ডের সদস্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন কিন্তু মুখে বড় বড় কথা বলেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি।
তিনি আরও বলেন- দলের স্বার্থে আমরা কোন হাইব্রিড কাউয়াকে ঠাঁই দেয়া হবে না। আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে নিবেদিত কর্মীদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান মহানগর আওয়ামী লীগের এই অন্যতম শীর্ষ নেতা।
কর্মী সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগ সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াছিন, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান লিটন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, মহান ছাত্রলীগের সভাপতি ও সরকারি তোলারাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদ।
এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা যুবলীগ সদস্য ও নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লা, নাসিক সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহসীন ভূঁইয়া, মোঃ সাইফুল ভূঁইয়া সহ নারায়ণগঞ্জ মহানগর, সিদ্ধিরগঞ্জ থানা, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।