মোঃ এন.এইচ. শান্ত, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুস্থ্যদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন স্বপ্নচূড়া ফাউন্ডশেন।
ফাউন্ডেশনটি একটি সেচ্ছাসেবী সংগঠন প্রতিবছরের ন্যায় তাদের উদ্যোগে দুস্থ ও অসহায় ১০০ জন নারী-পুরুষরে মাঝে ঈদ বস্ত্র বতিরণ করা হয়েছে। ফাউন্ডেশনরে সদস্য ও উপদেষ্টা পরষিদরে উদ্যোগে এ সব ঈদ বস্ত্র বতিরণ করা হয়।
উপজেলোর সোনারহাট দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে সামাজকি দুরত্ব নিশ্চিত করে দুস্থদের মাঝে এসব ঈদ বস্ত্র বিতরণ করেন সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলনে উপজেলা জাতীয় পার্টীর সিনিয়র সহ-সভাপতি ও সাবকে ইউপি চেয়ারম্যান আনছার আলী সরদার। এছাড়াও বশিষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেক্সের ব্যবস্থাপক আরেফিন আজিজ সরদার সিন্টু। সংগঠনটির সহ-সভাপতি একেএম আওলা সাদিক সরদার স্মরণের সভাপতিত্তে ঈদ বস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখনে- সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, তথ্য ও যোগাযোগ বিষয়োক সম্পাদক এন.এইচ. শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল সরকার, দপ্তর সম্পাদক বিপ্লব সরকার, র্অথ সম্পাদক শাহীন মিয়া ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *