আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের পটিয়ায়
চট্টগ্রামের পটিয়ায় ছবুর রোড় ব্যাবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ছবুর মার্কেটের জমিদার কতৃক ভাড়াটিয়া দোকানদারদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর শনিবার সকালে ব্যস্ততম সড়ক ছবুর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, ছবুর রোড় ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিব হাসান এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতি পটিয়া উপজেলার সভাপতি হাজী এম এ ইউসুফ, বিশেষ অতিথি ছিলেন ব্যাবসায়ী জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম খোকন, ওসমান গণী খসরু, আইয়ুব আলী,মোঃ ইছাক সওঃ,হাজী শফিকুল ইসলাম চেয়ারম্যান, মোঃ আজগর, দীপক বড়ুয়া,মো.আলমগীর, ডাঃ আইচ, মোঃ সোহেল, মোঃ ইউনুস, সমীরণ দে সুমন, আবদুস শুক্কুর,মোঃ এমদাদ, রুবেল, মোঃ কবির, আবদুল মোমেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পটিয়ার ছবুর রোড় হচ্ছে দক্ষিণ চট্টগ্রামে ব্যাবসায়ীদের প্রাণ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ছবুর রোড়। ছবুর মার্কেটের জমিদার কতৃক ভাড়াটিয়া দোকানদারগণকে উচ্ছেদ করতে দীর্ঘদিনযাবত নানানভাবে পায়তারা চালাচ্ছে। সভায় বক্তারা ছবুর মার্কেট ভাড়াটিয়া দোকানদার উচ্ছেদ বন্ধ করার দাবি জানান। অন্যতাই ব্যাবসায়ীরা সকল ব্যাবসায়ীদের নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন হুশিয়ারি উচ্চারণ করেন।