নিজস্ব সংবাদদাতা:
দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ শহর ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান রোমেন।

এক বিবৃতিতে তিনি বলেন- হযরত ইব্রাহিম (আ.) এর প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.) এর স্মৃতি বিজড়িত পবিত্র ঈদ-উল-আযহা আমাদের মাঝে এসেছে ত্যাগের শিক্ষা নিয়ে। ঈদ-উল আযহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শকে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের চারপাশের মানুষের মুখে হাসি জরুরী।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম গণমানুষের রাজনীতি করতেন। তাঁর যোগ্য উত্তরসূরী তারুণ্যের অহংকার তারেক রহমান’র নির্দেশনা অনুযায়ী সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত হচ্ছে গণমানুষের কল্যাণে। সামাজিক বৈষম্য দূরীকরণ ও শোষণমুক্ত সমাজ গঠনে এবারের কোরবানির ঈদ হোক আনন্দময়। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *