খাদিজা আক্তার ভাবনাঃ
০৮/০৪/২০২১ ইং বৃহস্পতিবার সন্ধ্যায় আমলাপাড়ায়, জনাব লায়ন শেখ আজগর নস্কর এর আরোগ্য লাভের জন্য দোয়া ও মিলাদ এর আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্য জীবি লীগ ও
মহানগর আওয়ামী মৎস্য জীবি লীগের নেতৃবৃন্দরা,
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্য জীবি লীগের সভাপতি, মোঃ জানে আলম সেলিম জানান,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ও একান্ত বাধ্যগত ~
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ত্যাগী নেতা – জনাব লায়ন শেখ আজগর নস্কর ভাই শারীরিক ভাবে অসুস্থ সেই সাথে রাজনৈতিক কৌশলী নাঃ গঞ্জ জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম কিছু দিন যাবত অসুস্থ তাই তাদের আরোগ্য লাভের জন্য সকলে মিলে আজকের দোয়া ও মিলাদ এর আয়োজন করেছি ।
সভাপতিঃ নাঃ গঞ্জ জেলা, আওয়ামী মৎস্যজীবী লীগ এর সভাপতি মোঃ জানে আলম সেলিম বক্তব্যের মাঝে তিনি জানান এই করোনা ভাইরাস
এর দ্বিতীয় ধাপে, সবাই কে সচেতনতা তৈরি করতে হবে,
ঐক্যবদ্ব হয়ে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্য জীবি লীগ কে এগিয়ে নিয়ে যেতে হবে,
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্য জীবি লীগের এস,এম,শমসির আহম্মেদ ও জনি খাঁন, সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্য জীবি লীগের সাধারণ সম্পাদক এস, এম মনিরুল ইসলাম সিদ্দিকী,
যার সভাপতিত্বে এত সুন্দর দোয়ার আয়োজন সে হলো নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্য জীবি লীগের সম্মানিত সভাপতি মোঃ জানে আলম সেলিম,
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা – দপ্তর সম্পাদক মিল্কিন , সমাজ কল্যান সম্পাদক নুর মোহাম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হাওলাদার ও উপদপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
মহানগর এর সহ সভাপতি মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও আলম শেখ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সুজন, প্রচার সম্পাদক মোঃ রাসেল হায়দার দপ্তর সম্পাদক উৎপল সুত্র ধর, মোঃ সেলিম খান, অমর প্রমুখ।