মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হারুনর রশীদ (আর্মি হারুন) বলেন
বর্তমান সরকারের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকান্ড সহজে এবং সঠিকভাবে পৌঁছাতে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ হাতে নিয়েছেন এসময় পরিষদের উদ্যোগে এলাকায় এলাকায় গিয়ে প্রত্যেক ওয়ার্ডের সর্বস্থরের মানুষের উপস্থিতিতে ওয়ার্ড সভার আয়োজন করেছেন তিনি।

তারই ধারাবাহিকতায় ৩নং ওয়ার্ডে ২০২১-২০২২ অর্থ বছরে বাস্তবায়নের জন্য ওয়ার্ড পর্যায়ে প্রকল্পের অগ্রাধিতার তালিকা প্রস্তুত ও এবং ওয়ার্ড কমিটি/ স্কিম সুপার ভিশন কমিটি পুন:গঠন এবং ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্দী ভাতা ও ভিক্ষুক পুনর্বাসনসহ ইত্যাদি উপকারভোগীর অগ্রাধিকার তালিকা প্রস্তুত বিষয়ে একটি ওয়ার্ড সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে মুন্সি পুকুর পাড়ে অনুষ্ঠিত ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নাছির উদ্দীন বাবুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ (আর্মি হারুন)

তিনি বলেন, আগামীদিনে সুন্দর ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে ওয়ার্ড সভার আয়োজন করা হয়েছে। এ সভা থেকে ৩নং ওয়ার্ডের যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড বাকি রয়েছে তার তালিকা করা হবে এবং অবহেলিত জায়গা গুলো দ্রুত উন্নয়ন করা হবে।

তিনি আরো বলেন, আগামীতে যারা নতুন বাড়ি নির্মাণ করবেন তারা অবশ্যই রাস্তা এবং পানি নিষ্কাশনের জায়গা রেখে বাড়ি নির্মাণ করবেন। একই সাথে আপনাদের সন্তানকে সু-শিক্ষায় বড় করবেন। আপনার সন্তান সন্ধ্যার পরে যেন বাড়ির বাহিরে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। আপনার ছেলে যতদিন বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবেনা, ততদিন বড় মোবাইল হাতে দিবেননা।

উত্তর আমিরাবাদ শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল মকছুমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ আনোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা হাজি রহমত উল্লাহ, শফিকুর রহমান, মাওলানা আব্দুর রশিদ আরো অনেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *