বোরহান মেহেদী নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর পলাশে খুন ও ডাকাতি মামলার পলাতক আসামি মাইজুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ।

বুধবার ২ জুন দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পলাশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া গ্রামের মৃত আ: ছাত্তারের ছেলে।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দীন জানান, গ্রেফতারকৃত আসামি মাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে গ্রেফতারের পর আজ নরসিংদীর কোর্টে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *