বোরহান মেহেদী নরসিংদী প্রতিনিধি :
মজিদ মোল্লা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় নরসিংদী জেলা ব্যাপী চাউল, যাতায়াত ভাড়া ও মাস্ক বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে পলাশেও ১ অক্টোবর শুক্রবার বিকালে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লার উপস্হিতিতে ঘোড়াশাল কমিউনিটি সেন্টারে আমন্ত্রিত সাড়ে ১২০০ পরিবারের মাঝে এই করোনাকালীন খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
উপস্হিত প্রত্যেকের হাতে ২৫ কেজি করে চালের বস্তা, ২শ টাকা ও চারটি করে মাস্ক তুলে দেয়া হয়েছে। এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। উপস্হিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বিতরণ অনুষ্ঠানের সভাপতি ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।