বোরহান মেহেদী
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা মহিলা আওয়ামী লীগ। উপজেলা প্রশাসনের নাকের ডগায় পুলিশের উপস্থিতিতে এক হাজারের অধিক লোক জমায়েত করে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় অসহায় ও দু:স্থদের মাঝে এসব খাদ্য সহায়তা দেয়া হয়।
মঙ্গলবার ২৭ এপ্রিল দুপুরে উপজেলার পাঁচশতাধিক নারীদের মাঝে বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি, সেমাই প্যাকেট ও ১টি করে শাড়ী।
উপজেলা যুবলীগের কার্যালায়ে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদিকা শারমিন সুলতানা।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রোকসানা, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী, ইসমত আরা হ্যাপী, সুরাইয়া বেগম ইভা, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহের নিগার হোসেন তন্বয়, নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ সুমি সরকার (ফাতেমা), সাধারণ সম্পাদক ইয়াছমিন সুলতানা, নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী প্রমুখ।