বোরহান মেহেদী নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীতে ইনডিপেনডেন্ট কলেজ ও ড্রিম টু লিভ নরসিংদী’র যৌথ উদ্যোগে ১০ মে সোমবার স্বাভাবিক জীবন যাপনে অক্ষম ও সুবিধা বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কমল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার নরসিংদী ইনামুল হক সাগর, প্রফেসর মশিউর রহমান মৃধা, ইন্ডিপেনডেন্ট কলেজ নরসিংদী ও ড্রিম টু লিভ সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
এসময় কবি মশিউর রহমান মৃধা বলেন, আমরা দেশের আর্ত মানবতার সেবায় ব্রতি হয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে। বিশেষ করে দেশে করোনা ভাইরাজ সংক্রামনে মানুষ মারা যাচ্ছে। এ অবস্তায় সাধারন খেটে খাওয়া মানুষ আর্থিক অভাব অনটনে মানবতর জীবন যাপন করছে। এসময় আমরা সামান্য হলেও তাদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আগামিতেও আমাদের এই কর্মসুচি অব্যাহত থাকবে।